Simple to Complex:
Simple,
Complex,
এবং Compound
sentence - transformation এর নিয়মগুলো বুঝার জন্যে clause এবং phrase
সম্পর্কে ধারণা থাকা গুরুত্বপূর্ণ। Clause এবং phrase এর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে - একটি clause এ একটি verb থাকে আর একটি phrase এ কোন verb থাকে না. phrase এ participle, gerund, infinitive, ইত্যাদি থাকলেও কোন verb থাকে না. simple sentence এ সাধারণত একটি clause এবং একটি phrase থাকে।
কিন্তু complex এবং compound sentence এর ক্ষেত্রে সাধারণত দুইটি clause থাকে অর্থ্যাৎ দুইটি verb থাকে। সেক্ষেত্রে simple sentence এ শুধুমাত্র একটি verb থাকে।
- Complex - If you study well, you will pass. (Two clauses, two verbs)
- Simple – By studying hard, you will pass. (One phrase, one clause, and one verb. এখানে study কে present participle বানিয়ে দেয়া হয়েছে যাতে প্রথম clause টা ভেঙ্গে একটা phrase বানানো যায়, কারণ simple sentence এ একটা clause তথা একটাই verb থাকতে পারবে।)
Before, after, till, until, when, where, which, who, whom, why, what, that, since, as, because, if, unless, as if, as though, although, even though, as soon as, so that, on condition that, and provided that.
Note: Complex to simple এবং simple to complex করার জন্যে complex sentence এর connectors গুলির functions সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা প্রয়োজন।
Simple sentence কে complex sentence এ পরিবর্তনের জন্যে simple sentence এর একটা clause কে ভেঙে অথবা নতুন শব্দ যোগ করে দুইটা clause তৈরি করতে হবে। সেই দুইটি clause কে যোগ করতে হবে উপরোক্ত connectors গুলো ব্যবহার করে। এর জন্যে নির্দিষ্ট নিয়মগুলোর বাইরেও অনেকভাবে simple sentence কে complex sentence এ রূপান্তর করা যায় এবং সবগুলো নিয়মেরই ব্যতিক্রম নিয়ম আছে।
🔺Simple Sentence (সরল বাক্য)
যে Sentence এ একটিমাত্র Clause ( একটিমাত্র Subject ও একটিমাত্র Finite Verb) থাকে তাকে Simple Sentence বলে।Example : Messi plays Football . I am waiting for you.
🔺Comparative/Complex Sentence
যে Sentence এ একটি Principal Clause ও এক বা একাধিক
Subordinate Clause
(সাহায্যকারী
Clause) থাকে তাকে Comparative/Complex Sentence বলে।
Subordinate
Clause এর শুরুতে
সাধারণত if, though,
as, because, since, that, so that, until, till, unless, when, why, who, which,
where, how, before, after, whether, while ইত্যাদি বসে
Example :
Although he is poor, he is honest
The boy who is
industrious can shine in life.
🔺Compound Sentence
দুটি Principal Clause যদি and, or, but, yet, so, therefore ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত থাকে তবে তা Compound Sentence।He is poor but he is honest
Ridwan is an industrious but & he will shine in life.
Assertive To Imperative
Assertive To Exclamatory
Exclamatory To Assertive
Affirmative To Negative
Affirmative To Negative 2
Affirmative To Negative 3
Simple To Complex To Compound
#Practice Makes a man perfect ......Exercise Solve করুন Comments Box এ ---- ⬇⬇
↩↩Affirmative To Negative 3 Simple To Complex To Compound 2⏩➽
0 মন্তব্য(গুলি):
Post a Comment