বাংলা সাহিত্যের ইতিহাস : পর্ব -০১ ~ Study For Student Life (Students Tools)

Friday, August 12, 2016

বাংলা সাহিত্যের ইতিহাস : পর্ব -০১

বাংলা সাহিত্যের ইতিহাস : পর্ব -০১
=============================
1. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ
করা?
উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও আ ধুনিক যুগ)

2. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের
পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?
উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্ত।

3. মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত
ছিল?
উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্ত।

4. আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু
হয়েছে?
উঃ ১৮০১ সাল থেকে।
(প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০, বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০,
রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০, রবীন্দ্রোত্তরঃ
১৯৩০-১৯৪৭ ও বাংলাদেশঃ ১৯৪৭-)

5. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
উঃ সপ্তম শতাব্দী।

6. বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন
থেকে?
উঃ আধুনিক যুগে।

7. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত
পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
উঃ পাঁচ হাজার বছর।

8. আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম
সাহিত্যেক ভাষার নাম কি?
উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।

9. বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?
উঃ বৈদিক ভাষা।

10. বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের
প্রধান তিনটি ধারা কি কি?
উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও
নব্য ভারতীয় আর্য।

11. কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?
উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।

12. কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা
চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
উঃ ব্যাকরণবিদ পানিনির হাতে।

13. সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।

14. কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?
উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা
বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য
নতুন কথা বলত।

15. প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে
উপনীত হয় তার নাম কি?
উঃ অপভ্রংশ।

16. সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার
উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময়
কালে?
উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয়
দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।

17. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস
কোন অপভ্রংশ থেকে?
উঃ গৌড় অপভ্রংশ থেকে।

18. পানিনি রচিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।

19. পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ
করেন?
উঃ সংস্কৃত ভাষা।

20. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
উঃ বৈদিক।

========= চলবে ============

Aim Of BCS

0 মন্তব্য(গুলি):

Post a Comment