♦ বাংলা সাহিত্যের ইতিহাস : পর্ব -০৪♦ ~ Study For Student Life (Students Tools)

Sunday, August 14, 2016

♦ বাংলা সাহিত্যের ইতিহাস : পর্ব -০৪♦


60. চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায়
নি ?
উঃ ২৩ সংখ্যক পদ।
61. চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে
প্রকাশিত হয়েছিল ?
উঃ ১৯১৬ সালে।
62. চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি
ছিল?
উঃ ৫১ টি।
63. সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে?
উঃ সাড়ে ছেচল্লিশটি।
64. সবচেয়ে বেশী পদ কে রচনা করেছেন ?
উঃ কাহ্নপা-১৩ টি।
65. চর্যাপদের রচয়িতা কে বা কারা ?
উঃ কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ
মোট ২৪ জন।
66. চর্যাপদ কোন সময়ে রচিত হয় ?
উঃ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী
সময়ে।
67. চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত
বলে দাবি করা হয়?
উঃ বাংলা, হিন্দী, মৈথিলী, অসমীয় ও উড়িয়া ভাষায়।
68. চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার
করেন?
উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী।
69. চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা
পরিলক্ষিত হয়?
উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।
70. ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে
ভাষা বাংলা বলে প্রমান করেন?
উঃ ১৯২৬ সালে।
71. চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি?
উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া
সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও
জীবনের পরিচয়।
72. চর্যাপদ কোন ছন্দে রচিত ?
উঃ মাত্রাবৃত্তে ছন্দে।
73. চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি?
উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ
তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে
শরনার্থী হয়েছিলেন।
74. কীর্তিলতা পুরুষ পরীক্ষা বিভাগসার প্রভৃতি
সাহিত্যকর্মের রচয়িতা কে?
উঃ মিথিলার কবি বিদ্যাপতি।
75. কবীন্দ্রবচন সমুচ্চয় ও সদুক্তি কর্ণামৃত কাব্য
কোন যুগে রচিত?
উঃ সেনযুগে।
76. রাজা লক্ষন সেনের রাজসভার পঞ্চরত কে
কে ছিলেন?
উঃ উমাপতিধর, শরণ, ধোয়ী, গোবর্ধন আচার্য ও
জয়দেব।
77. বাংলা ছাড়া কোন কোন বাব্যগ্রন্থে বাঙালী
জীবনের চিত্র রয়েছে?
উঃ গাথা সপ্তপদী ও প্রাকৃত পৈঙ্গলের।
78. গীত গোবিন্দ কাব্যগ্রন্থের রচয়িতার নাম কি ?
উঃ জয়দেব।
79. ব্রজবুলী ভাষার উদ্ভব কখন হয়?
উঃ কবি বিদ্যাপতি যখন মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ লীলার
গীতসমূহ রচনা করেন।
80. ব্রজবুলি ভাষা কোন জাতীয় ভাষা?
উঃ মৈথলী এবং বাংলা ভাষার মিশ্রনে যে ভাষার সৃষ্টি হয়।

চলবে...........
আরও পেতে এখানে ক্লিক করুন

0 মন্তব্য(গুলি):

Post a Comment